যেকোনো সমস্যা সমাধানের শতভাগ নিশ্চয়তা দিয়ে আপত্তিকর ভিডিও তৈরির অভিযোগে শুক্রবার রাতে রাজধানীর সবুজবাগ থেকে রমেন হাওলাদার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের সাইবার অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীর মধ্যে অমিল, মনের মানুষকে কাছে পাওয়া, পরীক্ষায় ভালো রেজাল্ট, জমি-জমার ঝামেলাসহ ইত্যাদি সমস্যা জ্বীন দিয়ে সফল করার শতভাগ নিশ্চয়তা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করতেন রমেন। এতে সাধারণ মানুষকে বিশেষ করে নারীদের আকৃষ্ট করে কৌশলে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করতেন তিনি। পরে সেই ছবি ও ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।
তিনি জানান, সাইবার অপরাধ তদন্ত বিভাগে কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের পর রমেনকে সনাক্ত ও গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সবুজবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ঢাকা মহানগর আদালতের জেনারেল রেজিস্টার অফিস জানায়, শনিবার রমেন হাওলাদারকে জেলহাজতে পাঠিয়েছে বিশেষ আদালত।